পরিবহনশ্রমিকদের দুর্দিনে এগিয়ে আসলেন ইউএনও

Passenger Voice    |    ১০:৩৬ এএম, ২০২১-০৪-১৫


পরিবহনশ্রমিকদের দুর্দিনে এগিয়ে আসলেন ইউএনও

চাকার সঙ্গে জীবন ঘুরে তাদের। করোনায় বন্ধ হয়েছে গাড়ির চাকা। একই সঙ্গে থমকে গেছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এবার এমন দুর্ভোগে পড়া ১০০ পরিবহন শ্রমিক পেয়েছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভালবাসার থলে।

বুধবার (১৪ এপ্রিল) হাটহাজারী ইউএনও’র দফতর থেকে পরিবহন-শ্রমিকদের হাতে তুলে দেয়া হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের থলেটি।

জানা যায়, ইউএনও’র ওই ভালোবাসার থলেতে ছিল- চাল, ছোলা, চিনি, চিড়া, পেঁয়াজ, তেল ইত্যাদির সমন্বয়ে ২০ কেজির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

এ বিষয়ে হাটহাজারী ইউএনও রুহুল আমিন বলেন, ‘এসব কর্মচারী কেবল গাড়ি চললেই দৈনিক বেতন পেতেন। গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। তাই তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপহার তুলে দেয়া হয়। আমার অফিসের সামনে খাবার রাখা ছিল, পরিবহন-শ্রমিকরা এসে নিয়ে গেছেন।’

নাঙলমোড়া ইউনিয়নের এক বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা প্রশাসনের এই কাজে সহায়তা করেন বলে জানান ইউএনও।